আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়
রবিবার (১৯ মে২০২৪) থেকে এ মেলা চলবে আগামী ২১ মে মঙ্গলবার পর্যন্ত। এ কৃষি প্রযুক্তি মেলায় কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় ও পরামর্শের জন্য তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় নার্সারিগুলো ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার পসরা সাজিয়ে রেখেছে, মেলা চলাকালীন তুলনামূলক কম মূল্যে যে কেউ সংগ্ৰহ করতে পারবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply