আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া মুন্সি) সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পেলেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর আয়োজনে গত ৭ সেপ্টেম্বর-২০২৩ ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-,কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত বর্নাঢ্য অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান (জিয়া মুন্সি) কে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গতঃ কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়
হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ।”
এই কথাটা যিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, তিনিই হলেন মাদার তেরেসা (Mother Teresa)। তিনি হলেন জীবন্ত ঈশ্বর। ভোগে নয়, ত্যাগ আর ভালোবাসার মধ্য দিয়ে জীবন যাপন করেছেন। আর তাই তো তিনি সকলের মাদার।
জন্মস্থানঃ ইউস্কুপ, অটোম্যান সাম্রাজ্য। মৃত্যুবরণ করেন ৫ই সেপ্টেম্বর ১৯৯৭।তাহার পিতা নিকোলাস বোজাকসহিউ ও মাতা দ্রানা বয়াজু।
Leave a Reply