আলী আশরাফ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ সরকারি কলেজ এর ছাত্রীকে শ্লীলতানি করার অভিযোগে ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গত ৪ জানুয়ারী ২০২৪ইং তারিখে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১এ মামলা দায়ের করা হয়। মামলা নং-১১/২৪। মামলাটি সিরাজগঞ্জ সদর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ারমারা গ্রামের মো: চাঁন মিয়া খাঁন এর পুত্র, ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আ: মোনায়েম খান মাষ্টার (৪৮) সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসির ২য় বর্ষের ছাত্রী ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করাবস্থায় রাস্তাঘাটে একা পেয়ে বিভিন্ন সময়ে কু-দৃষ্টি প্রদান করত: খারাপ কাজের প্রস্তাব দিত। স্কুল শিক্ষকের পরিবারকে উক্ত কার্যকলাপ জানালে স্কুল শিক্ষক আরো ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠে এবং ভূক্তভোগীর ক্ষতি করার জন্য সুযোগের অপেক্ষায় থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর ২০২৩ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভূক্তভোগী ছোনগাছা গ্রামে মাহফিল শোনার জন্য যায়। এবং মাহফিল থেকে ফেরার পথে ভূক্তভোগীর পথরোধ করে স্কুল শিক্ষক মোনায়েম যৌন কামনা চরিতার্থ করার জন্য বুকের ওড়না টান দিয়ে ফেলে শরীরে বিভিন্ন স্থানে হাত দিলে ভূক্তভোগীর চিৎকারে স্থানীয় এগিয়ে আসে। স্থানীয়রা এগিয়ে আসলে স্কুল শিক্ষক মোনায়েম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
Leave a Reply