আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ কমিউনিটি ক্লিনিক পরিচালিত হয় সরকার ও জনগণের সম্মিলিত পার্টনারশিপে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বরাদ্দ ও সুযোগ সুবিধা দিয়ে আসছে। স্বাস্থ্যসেবায় সুচিকিৎসা ও ঔষধ ফ্রি দিতে বাড়ির কাছে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন কমিউনিটি ক্লিনিক। ১৯৯৬ সালে দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। যা জনগণের দৌড়গোড়ায় চিকিৎসা সেবা ও পরামর্শের জন্য এ কমিউনিটি ক্লিনিক করা হয়।
আর এই কমিউনিটি ক্লিনিক গুলো ২০০১ সালে বিএনপি-জামাত সরকার তা বন্ধ করে দেয়। পরে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে পুনরায় চালু করা হয়। এ কমিউনিটি ক্লিনিক গুলো হতে তৃণমূলের জনগণ স্বাস্থ্য সেবা পাচ্ছেন। জনগণ জমি দান করলে আরো কমিউনিটি ক্লিনিক স্থাপন করা যাবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১৭ সদস্য বিশিষ্ট সিজি কমিটি রয়েছে। সিজি কমিটির আওতাধীন ৫১ সদস্য বিশিষ্ট ৩ টি সাপোর্ট গ্রুপ রয়েছে। কমিউনিটি ক্লিনিক গুলো সরকার ও জনগণের সম্মিলিত পার্টনারশিপ পরিচালিত হয়ে আসছে।
কমিউনিটি ক্লিনিকে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না উপরোক্ত কথা গুলো বলেন।
বুধবার (৯ আগষ্ট -২০২৩) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম হীরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইউসুফ আলী, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশিদুল হাসান রশিদ মোল্লা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা, ইউপি সদস্য মোঃ রুহুল আমিন সজল প্রমুখ।
ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম ৪ টি ইউনিয়নের ১২ টি কমিউনিটি ক্লিনিকের প্রধান পৃষ্ঠপোষক, সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সদস্যরা মোট ২০৪ জন এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ গ্রহন করে।
Leave a Reply