সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধি: তাড়াশে জনপ্রতিনিধি না হয়েও সমাজ সেবায় অবিস্মরনীয় ভুমিকা পালন কারী শাহিন কবির তাড়াশ পৌরসভার ৪নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী হয়েছেন।
সমাজে অনেক মানুষ আছেন যাদের বিশেষ অবদানে গরীব অসহায় মানুষের বেঁচে থাকার অনুপ্রেরনা যোগায়। তেমনি একজন সমাজসেবী পরোপকারী মানুষ তাড়াশ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহিন কবির। পেশায় একজন মৎস্য ব্যবসায়ী। স্ত্রী ও এক কন্যা নিয়ে তার ছোট সংসার।
সমাজে অসহায় মানুষদের ছোট ছোট উপকারই যেন নদীর খেয়া ঘাটে পারাপারের মতোই বিশাল হয়ে দাড়ায়।
সমাজে অসহায়দের পাশে দাড়ানোর মুহুর্তগুলি দেখে মনে দাতা হাতেম তাই য়ের মতোই শাহিন কবিরের জীবন।
গত ১৩জুন দুপুর সাড়ে ১২টায় তাড়াশ পৌর সদরের দাশপাড়া মহল্লায় অগ্নিকান্ডে স্বপন, চৈতন্য, লিটন, নিরেন, উজ্জল ও তাপসী রানীর ঘর আগুন ধরলে ফায়ার সার্ভিসের সাথে জীবনের ঝুকি নিয়ে আগুন নিভানোর কাজে লিপ্ত হোন শাহিন কবির। শুধু আগুন নিভিয়েই ক্ষান্ত হোন নি, নগদ অর্থ সহায়তা ছাড়াও পুড়িয়ে যাওয়া পরিবারগুলোকে সাংসারিক কাজে ব্যবহৃত সকল প্রকার হাড়ি- পাতিল, থালা-বাসন কিনে দেন।
ক্ষতিগ্রস্থ পরিবারের লিটন, নিরেন, চৈতন্য, উজ্জল ও তাপসী রানী বলেন, এই মুহুর্তে শাহিনের দেওয়া জিনিসপত্রগুলো আমাদের উপকারে এসেছে।
৪নং ওয়ার্ডের বাসিন্দা মোক্তার জানান, শাহিন ভাল ছেলে। সারাক্ষন মানুষের কল্যানে কাজ করেন। কারো মেয়ে বিয়ে শাহিন কবির হাজির। নগদ টাকা, চাউল বাজার এমনকি অনেক সময় অভিভাবকের দায়িত্বে নিজের নাম লেখান। ঈদ, পুজা যে কোন অনুষ্ঠানে শাহিন ব্যক্তিগত তহবিল থেকে হাজার টাকা অনুদান দিয়েছেন।
শাহিন কবিরের প্রত্যাশা জনপ্রতিনিধি হয়ে প্রমান করতে চান, জনপ্রতিনিধি হলো সমাজ সেবার সর্বোচ্চ প্লাটফর্ম। যেখানে অন্যায়, অবিচার বন্ধ করা সম্ভব এবং সরকারি বরাদ্দের সকল কাজগুলো সুষম বন্টনের মাধ্যমে সমাজে পিছিয়ে পরা জনসাধারনের মুখে হাসি ফুটানোসহ সমাজকে আলোকিত করা সম্ভব।
তিনি আরো বলেন, সুষ্ঠ নির্বাচন হলে প্রতিদ্বন্ধী প্রার্থীরা আমাকে হারাতে পারবে না। আমি ব্যাপক ভোটে বিজয় অর্জন করবো ইনশাল্লাহ্।
Leave a Reply