নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ৮ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের (২০২৩-২৪) তফসীল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল বারী রন্টু। এ সময় নির্বাচন কমিশনার লোকমান হোসেন, লিয়াকত আলী, ট্রাইব্যুনাল সদস্য শহীদুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বাবু, আব্দুল হামিদ খান হীরাসহ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসীল অনুযায়ী বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর, ২০২৩ ইং বিকাল ৪ ঘটিকায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন, ২২ ও ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদান, ২৫ সেপ্টেম্বর প্রতিদ্বন্দী প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই, বাছাই, আপত্তিগ্রহণ ও নিস্পত্তি, ২৭ সেপ্টেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ, ২৯ সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ।
তফসিল ঘোষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, গাজী এস এইচ ফিরোজী, ইসরাইল হোসেন বাবু, ফজলে খোদা লিটন, মৌঃ নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, জহুরুল ইসলাম, মোস্তাক আহমেদ নওশাদ, মো. নজরুল ইসলাম, রিফাত রহমান, রোমান আহমেদ, সাজিরুল ইসলাম সঞ্চয়, এস এম আল আমিন, এইচ এম আলমগীর কবির, সুজন সরকার, সুজিত সরকার, হুমায়ুন কবির সুমন, সোহেল রানা,অশোক ব্যানার্জী, শাহিন শেখ।
Leave a Reply