নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরের ঐতিহ্যবাহী দিশারী সংঘের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৪ মার্চ) দিনভর সংঘের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে গোপন ব্যালোটের মাধ্যমে ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এক জন ভোটার প্রবাসী হওয়ায় এ ভোট উৎসবে অংশ নিতে পারেনি।
এদিকে এনায়েতপুর দিশারী সংঘের বর্তমান সভাপতি ট্রেক্সজেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ শেখ আব্দুস ছালামকে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি পদে হাজী আব্দুল হাকিম মীর, সহ-সাধারন সম্পাদক পদে গোলাম আজম খান, কোষাধ্যক্ষ পদে হাজী পান্না আহম্মেদকে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত করা হয়।
এদিকে নির্বাচনের ভোট যুদ্ধে সাধারন সম্পাদক পদে হাজী গিয়াস উদ্দিন শেখ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী হাজী আব্দুস ছাত্তার কাঙ্গাল পান ১০ ভোট।
মার্কেট সম্পাদক পদে হাজী নুরুল ইসলাম ৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দী হাজী আব্দুল কুদ্দুস পান ২২ ভোট।
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচনে জামিল খান বাবু, সেলিম রেজা মীর ও হাজী আবুসামা মোল্লা বিজয়ী হন। প্রধান নির্বাচন কমিশনার হাজী আতিয়ার রহমান জোয়াদ্দার, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন কাজী ইছা আহম্মেদ ও ফারুক খান সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষনা করেন।
Leave a Reply