সেলিম রেজা, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ এনায়েতপুরে যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার খুকনী
ইউনিয়নের কালিপুর যুব সমাজের অস্থায়ী ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এদিন খুকনী ইউনিয়নের যোগীবাড়ী বনাম বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল মেধাবিকাশের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঘোড়শাল মেধাবিকাশ কে ১-০ গোলে হারিয়ে যোগীবাড়ী জয় লাভ করে।
যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, খুকনী বহুমূখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি ফিরোজ হাসান অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান (জুয়েল)
বিশেষ অতিথি ০৯নং খুকনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুল্লক চাঁদ, ডাঃ আবুল ফাত্তাহ্,দৌলতপুর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ০৯নং খুকনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, স্থানীয় সাবেক মেম্বর আবু সাঈদ, সেনা সদস্য (অবঃ) নজরুল ইসলাম, খুকনী বহুমুখী উচ্চবিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য জুলফিকার আলী ভুট্টো, মনসুর রহমান আকন্দ সাংবাদিক মিন্টু মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জুয়েল। বিজয়ী দল কে যমুনা ব্র্যান্ডের একটি ফ্রিজ ও পরাজিত দলকে একটি এলইডি কালার ৩২” উপহার তুলে দেন।
Leave a Reply