নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুরে চাল মাপে কম ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত এনায়েতপুরের বিভিন্ন বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করে সংস্থাটি।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চালের মাপে কারচুপির দায়ে পূর্বালী স্টোরকে ২০ হাজার, রহিম মুরগির ঘরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে স্বর্ণা মিষ্টি ভাণ্ডারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর আলি নেওয়াজ চৌধুরী, চৌহালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হালিম ও এনায়েতপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply