আসাদুর রহমান , এনায়েতপুর প্রতিনিধি : সিরাজগঞ্জ এনায়েতপুরে বিষ্ফোরক মামলায় পাঁচ সপ্তাহ কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন থানা যুবদল ও ইউনিয়ন বিএনপি,ছাত্রদলের ৫ জন নেতা-কর্মী। গত ১০ই ফেব্রুয়ারি রাতে ৩জনএবং১৩ই ফেব্রুয়ারি ২জনসহ ৫জনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে এনায়েতপুর থানা পুলিশ। বিস্ফোরক মামলায় প্রায় পাঁচ সপ্তাহ
কারাগারে থাকার পর জামিন লাভ করেছেন থানা যুবদল ও ইউনিয়ন বিএনপি,ছাত্রদলের ৫ জন নেতাকর্মী। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল হামিদ দুলাল এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ই নভেম্বর এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ অজ্ঞাত ১৩০/১৪০ জনের নামে বিষ্ফোরক মামলা হয়।
জামিন পাওয়াদের মধ্যে নেতারা হলেন এনায়েতপুর থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ,যুগ্নআহ্বায়ক বাবুল হোসেন,জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক ওসমানগনী,সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার,খুকনী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম রাজ প্রমূখ।
Leave a Reply