1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদরে দিনব্যাপী পাট উৎপাদন কারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত   রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান সিরাজগঞ্জ-৫ আসনে নিজেই স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস  সিরাজগঞ্জে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন শরিফুল ইসলাম তাজফুল দুর্বিত্তের দেওয়া আগুনে সিরাজগঞ্জে মহাসড়কে পুড়ল সবজি বোঝাই পিকআপ স্বতন্ত্র প্রার্থী হলেন ডা.হাবিবে মিল্লাত মুন্না  বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিরাজগঞ্জের নারী উদ্যোক্তা নীলা বেলকুচিতে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ জান্নাত আরা হেনরী নৌকা প্রতিক পেয়ে সিরাজগঞ্জে আগমনে জেলা আওয়ামীলীগের ফুলেল শুভেচ্ছা

এনায়েতপুরে বাদামের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৪০ Time View


আসাদুর রহমান,এনায়েতপুর প্রতিনিধি: বাজান এবার অনেক ভাল বাদাম হইছে,বাদাম বিক্রি করা টাকা দিয়ে ঈদ ভাল কাটবে। এভাবেই নওহাটা গ্রামের আব্দুল মজিদ হাস্যউজ্জল মুখে কথা গুলো বলছিলেন। অন্য অন্য বছরের চাইতে এবছর বাদামের বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানা আওতাধীন যমুনা নদীর চরে। এ বছর আবহাওয়া অনুকলে থাকার কারনে বাদামের ফলন ভাল হয়েছে। বাদাম চাষ লাভ জনক হওয়ার চাষীরা বাদাম চাষের দিকে ঝুঁকছে।

আর অন্য অন্য ফসলের চাইতে বাদাম চাষ করতে খরচও কম লাগে। অল্প কিছু কীটনাশক ও অল্প পরিসরে চাষ দিলেই বাদাম চাষ করা সম্ভব। বাদাম চাষ করতে বাড়তি সেঁচ ও নিরানি কোন প্রয়োজন হয় না। অন্য ফসলের মতো যতœ না করেও ভাল ফলন আশা করা যায়। ফলে কম খরচে বেশি মুনাফা অর্জনের জন্য কৃষকরা বাদাম চাষে আগ্রহ বেশি দেখাচ্ছে। যমুনা চরের মাটি বেলে দো-আঁশ,বেলে দো-আঁশ মাটিতে অধিক তাপমাত্রা, পর্যাপ্ত স‚র্য্যেরে আলো ও মাঝারি বৃষ্টিপাত পেলে চীনাবাদাম ও দেশীও জাতের বাদামের ফলন ভাল হয়।প্রনোদনা কর্মস‚চির আওতায় ৫’শ কৃষকের মধ্যে বাদামের বীজ ও সার বিনাম‚ল্যে বিতরণ করে চৌহালী কৃষি অফিস। প্রতি বছরই উপজেলার সোদিয়া চাদপুর, স্থল, খাষকাউলিয়া ইউনিয়নের যমুনা নদীর চরে বাদামের চাষ হয়।

এছাড়াও ৪টি ইউনিয়নের নদী তীরবর্তী কিছু জমিতেও বাদাম চাষ করা হয়েছে। তাই দিনদিন যমুনার দুর্গম চরাঞ্চলে বাদাম চাষে ক্রমেই ঝুঁকছে চাষিরা।সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের চাষী আবুল কাসেম জানান, আমি ১ বিঘার মত জমিতে বাদাম চাষ করেছি, ফলনও ভাল হয়েছে, বিঘা প্রতি ১০ থেকে ১৩ মণ করে বাদাম পাচ্ছি এবং অন্য অন্য ফসলের চাইতে বাদাম চাষে শুধুই লাভ আর লাভ, খরচ কম হওয়ায় প্রতি বছরই বাদাম চাষ করে আসছি এবং লাভবানও হচ্ছি। ব্যবসায়ী ও বাজার যাচাই করে জানা যায় এ বছর বাদাম ৩ হাজার ৫শ থেকে ৪ হাজার ৮শ টাকা মণ ধরে বিক্রি হচ্ছে। দাম বেশি এবং বাজারে চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছে চাষী ও ব্যবসায়ীরা। ফলে গত কয়েক বছর ধরে বাদাম চাষিরা একে অপরের দেখাদেখিতে লাভ জনক বাদাম চাষের দিকে ঝুঁকছে।

চৌহালী কৃষি সম্পসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি বছর যমুনার চরে বিঘাপ্রতি ১০ থেকে ১৩ মণ বাদাম উৎপাদিত হয়েছে। চরাঞ্চলের বেলে দো-আঁশ মাটিতে লাভজনক বাদাম চাষের পরিধি আরও বৃদ্ধি করতে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে বাদাম চাষিদের পরামর্শ ও উৎসাহ দেয়া হচ্ছে। অন্যদিকে,কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগীতা পাওয়ায় আগামীতে আরও বেশী জমিতে বাদাম চাষ করার আগ্রহ প্রকাশ করেছে স্থানীয় চাষীরা।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মাজেদুর রহমান বলেন,অত্র চরাঞ্চলের মাটি তথা আবহাওয়া ও চিনা বাদাম চাষের জন্য উপযোগী,এজন্য এ বছর হেক্টর প্রতি ১.৮১ মেট্টিকটন বাদাম চাষ হয়েছে। উমারপুর, ঘোড়জান, স্থল, সৌদিয়াচাঁদপুর, প্রভৃতি এলাকায় অত্র অফিস হইতে কৃষকদের মাঝে উন্নত জাতের ঢাকা-১, ঢাকা-৪ বাড়ী চিনা বাদাম, বিতরণ করা হয়েছে। কৃষক ভাইয়েরা এতে স্থায়ী জাতের চেয়ে ও অধিক ফলন পাচ্ছে। এতে কৃষকেরা দিন দিন চিনা বাদাম চাষের দিকে ঝুঁকছে, আমরা উপজেলা কৃষি অফিস থেকে প্রতি বছর কৃষকদের সাহায্য সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD