আজিজুর রহমান, মুন্না সিরাজগঞ্জ ঃ”শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে, সব শিশু দুধ পাবে অনায়াসে” এ শ্লোগান নিয়ে আগামী দিনের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা মাদার ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে প্যাকেট জাত গাভীর দুগ্ধ পান করা হয়।
জেলা প্রাণিসম্পদ অফিস, সিরাজগঞ্জের আয়োজনে
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উক্ত বিদ্যালয়ে কোমল মতি শিশুদেরকে প্যাকেটজাত বিশুদ্ধ গাভীর দুধ পান করান, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার।
এতে সভাপতিত্ব করেন, একডালা মাদার ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী তালুকদার।
এসময়ে স্থানীয় ২ জন জাতির গর্বিত শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গাজী গোলজার হোসেন চান, বীরমুক্তিযোদ্ধা গাজী আজাহার আলী, একডালা মাদার ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মনজয়কুমার, সহকারী শিক্ষিকা তানিয়া, রোজিনা সহ অন্যান্য শিক্ষকগণ, শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply