আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলের জন্য ক্ষতিকর পোকা সনাক্ত করনে- সকল ব্লকে একযোগে আবাদী রোপা আমন ধানের জমিতে রাতে আলোর ফাঁদ স্থাপন করা হচ্ছে ।
উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে-এ মৌসুমে সপ্তাহে একদিন আলোর ফাঁদ স্থাপন করা হচ্ছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন, রোপা আমন ধান ফসলে বিভিন্ন পোকা ঘুরে বেড়ায়। সব পোকা ক্ষতিকর নয়। এখন উপজেলার বিভিন্ন জমিতে নানা জাতের রোপা আমন ধান ফসল চাষ করা হয়েছে বেশীর ভাগ জমির ধান ফসল এখন কাইচ থোড়। বিভিন্ন জমিতে পাতা আলোক ফাঁদের থাকা ক্ষতিকর পোকা সপ্তাহের একদিন তার বিভাগের উপ -সহকারী কৃষি কর্মকর্তাগণ চিহ্নিত করবেন। এরপর সে মোতাবেক কৃষকদেরকে ধান ফসলে সঠিক ঔষধ ব্যবহারের বিষয় জানাবেন।
তিনি আরো বলেন, ফসলের ক্ষতি ও উপকার করে এসব পোকা কৃষকেরা সহজে চিহ্নিত করতে পারেন না। কৃষকদের অনেকেই পোকায় ফসল নষ্ট করবে কিংবা করছে ভেবে কীটনাশক ঔষধ ব্যবহার করেন। এতে আবাদে খরচ বেশি আর ফসলের কম-বেশি ক্ষতি হয়ে থাকে।
Leave a Reply