উল্লাপাড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাঁশ ঝাড় থেকে আরাফাত হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা–পুলিশ।
মঙ্গলবার২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক শাহজাহানপুর গ্রামের মরতুজ আলীর পুত্র।
জানা যায় গতকাল সোমবার রাতে শাহজাহানপুর গ্রামে লালন ফকিরের একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান দেখার জন্য সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হন আরাফাত হোসেন। পরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই বাসায় ফিরলেও আরাফাত আর বাসায় ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল দিবাগত রাত প্রায় ৩টার দিকে আরাফাতের লাশ একটি বাঁশ ঝাড়ে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছেন।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহানপুর গ্রামে একটি বাঁশ ঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে
Leave a Reply