আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় আধুনিক কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ফিতা পাইপ প্রদর্শনীর মাঠ দিবস পালন করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,
সোমবার বিকেলে উপজেলার চড়িয়াকান্দি পাড়ায় চড়িয়া উজির ব্লকে কৃষক স্থানীয় কৃষকদের নিয়ে এ মাঠ দিবস পালন করা হয়।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক এস. আনিসুজ্জামান রতন।
উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সূর্বণা ইয়াসমিন সুমী’র সভাপতিত্বে উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, কৃষক মোঃ আতিকুর রহমান, চাঁদ আলী সহ অন্যান্য কৃষকেরা।
উল্লাপাড়া উপজেলায় কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার আব্দুল আলীম, রেজাউল করিম, রফিকুল আলম, সোহেল আরমান, আরিফ মাহমুদ, হারুনার রশিদ, নাজমুল হাসান সহ অন্যরা। মাঠ দিবস আলোচনা সভা অনুষ্ঠান শেষে অতিথিগণ এবং উপজেলা কৃষি অফিসার সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ ও কৃষকগণ মাঠ পরিদর্শন করেন।
Leave a Reply