আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড়ে তেলবাহী লড়ির ধাক্কায় এক অটোভ্যানগাড়ী চালক নিহত হয়।
রবিবার (১৯ মে-২০২৪) দুপুর ১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শ্রীকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মহির উদ্দিন (৫২)। তিনি উল্লাপাড়া উপজেলা সদর ইউনিয়নের চালা গ্রামের মৃত দিল মোহাম্মদের পুত্র।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে শাহজাদপুর বাঘাবাড়ী নৌ-বন্দর হতে একটি তেলবাহী লড়ি বগুড়ার দিকে যাচ্ছিল। লড়িটি উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড়ে এসে একটি ব্যাটারিচালিত অটো ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালাক মহির উদ্দিন নিহত হন এবং ভ্যানগাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply