মো.শাহাদত হোসেন,স্টাফ রিপোর্টার :
আজ ২ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের প্রতীক বরাদ্দের দিন ছিলো,সিরাজগঞ্জ জেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানিক ভাবে লটারির মাধ্যমে জেলা নির্বাচন কমিশনার প্রতীক বরাদ্দ দেন।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী গণ।আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে মাঠে-ঘাটে সাধারণ জনতার কাছে ভোট চাইবেন হেদায়েত আহমেদ এলান।
ঘোড়া প্রতীক বিষয়ে হেদায়েত আহমেদ এলানের সাথে কথা হলে তিনি জানান,উল্লাপাড়া উপজেলা বাসীর প্রাণের নেতা,আমার বোন জামাই প্রয়াত এ্যাডঃমারুফ বিন হাবিব ভাই ঘোড়া মার্কা প্রতীকে উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন করেছিলেন, উল্লাপাড়া উপজেলা বাসী সেই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে ছিলেন।আমি প্রয়াত নেতা এ্যাডঃমারুফ বিন হাবিব ভাইয়ের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই, এ্যাডঃমারুফ বিন হাবিবকে সাধারণ মানুষ যে ভাবে পাশে পেয়েছিলো আমাকেও সেই ভাবে পাশে পাবে ইনশাআল্লাহ। আমার নির্বাচনী প্রতীক,প্রয়াত নেতা এ্যাডঃমারুফ বিন হাবিব ভাইয়ের প্রতীক ঘোড়া মার্কা নিয়ে উল্লাপাড়া উপজেলার প্রতিটি ঘরে ঘরে যাবো,তাদের কাছে ভোট প্রার্থনা করবো।
তিনি আরো যোগ করেন আগামী ২১ মে উল্লাপাড়া উপজেলা বাসীকে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে কার হাতে উল্লাপাড়া উপজেলা নিরাপদ থাকবে।আধুনিক ও স্মার্ট উল্লাপাড়া উপজেলা গড়তে দল মত নির্বিশেষে আমাকে নির্বাচিত করুন।আমি সকলের উদ্দেশ্য বলতে চাই ঘুষ,দুর্নীতি মুক্ত উপজেলা গড়তে ২১ তারিখ ভোটের মাধ্যমে আমার হাতকে শক্তিশালী করুন।
Leave a Reply