মো:দিল,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (১৬ মার্চ) দুপুর ২ ঘটিকার সময় প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর।
গ্রেফতার কৃতরা হলো উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা ভাগলগছী গ্রামের মোঃ মাজেদ আলী আকন্দ ওরফে মাজম আলীর ছেলে মোঃ সুজন মিয়া ওরফে সোহেল (৩১), বেলকুচি থানা দিন সুবর্ণসারা গ্রামের সোবাহান মন্ডলের ছেলে মোঃ জুবায়ের হোসেন পারভেজ (৩০), সিরাজগঞ্জ সদর থানাধীন রায়পুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে মোঃ হাফিরুল ইসলাম ওরফে হাসু (২৯), গয়হাট্টা পারকুল গ্রামের মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (২০), এবং ওই একই গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ মনিরুজ্জামান (২৫)।
এ বিষয়ে উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর জানান, সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত তিনটার দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পিভিসি ইট ভাটার পার্শ্বে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিল। ডাকাত চক্রের সদস্যরা আমাদের উপস্থিতি টের পেলে বিক্ষিপ্তভাবে দৌড় দিয়ে পালানোর চেষ্টা করে এবং পালানোর সময় এই চক্রের পাঁচজনকে আমরা আটক করি এবং এদের কাছ থেকে ডাকাতি কার্যের ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলা হাজতে সোপর্দ করা হবে।
Leave a Reply