মোঃ জাকির হোসাইন,উল্লাপাড়া ঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এর স্বাক্ষর জাল করে ২নং বাঙ্গালা ইউনিয়ন যুবলীগের ভুয়া কমিটির গঠনের অভিযোগ উঠেছে।
গত ২৮ জুলাই সোস্যাল মিডিয়ায় ২ নং বাঙ্গালা ইউনিয়ন যুবলীগের শরিফুল ইসলাম কে সভাপতি খায়রুল ইসলাম কে সাধারন সম্পাদক ও রুবেল সরকার কে সাংগঠনিক সম্পাদক করে একটি ভুয়া কমিটির ঘোষণা দেয়া হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এর প্রেক্ষিতে ৩০ জুলাই গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহব্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল জানান ওই কমিটি জানান,গত ২৮-০৭-২০২৩ খ্রি. তারিখে কে বা কাহারা আনার স্বাক্ষর নকল করে তিন সদস্য বিশিষ্ট ২নং বাঙ্গালা ইউনিয়ন আওয়ামী যুবলীগের একটি আংশিক কমিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল করেছে। আদৌ এই স্বাক্ষর আমার নয় এবং এই কমিটির সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই । তিনি আরো বলেন এই কমিটি দেখে যুবলীগের কোন নেতৃবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হইল।
এ বিষয়ে জানতে মুঠোফোনে ২ নং বাঙ্গালা ইউনিয়ন যুবলীগের ভুয়া কমিটির সভাপতি,শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রুবেল সরকাকে কল দিলে তাদের ৩ জনের ব্যবহিত মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া যায় নি।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের ভিতরে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply