মোঃশাহাদত হোসেন,উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২৭ বোতল ফেন্সিডিলসহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম।
তিনি জানান, শুক্রবার ২৭ অক্টোবর সকাল ১১.৪০ ঘটিকায় র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামস্থ ময়দা মিলের সামনে বগুড়া টু পাবনাগামী পাঁকা রাস্তায়”একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৭ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইলও নগদ ৯০০/-(নয়শত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পানিয়াল গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে আহসান মো. সরোয়ার হোসেন (৩২)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১২ সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
Leave a Reply