নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে থাকা হাসান আলীকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) রাতে জেলা শহরের অগ্রণী ব্যাংকের সামনে থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য মতে, পুলিশ ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। হাসান আলী উল্লাপাড়া উপজেলার হেমন্তবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, পুলিশ গোপন তথ্য পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় বুধবার রাতে জেলা শহর থেকে হাসান আলীকে আটক করে।
তাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে হেমন্তবাড়ী গ্রামের পাশের একটি ধানের জমি থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।
হাসান আলী পুলিশের কাছে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামিদের আটকের জন্য চেষ্টা চলছে।
উল্লেখ,গত ১৭ আগষ্ট রাতে স্ত্রী খাদিজা খাতুনের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে হত্যার পর বাড়ি থেকে পালিয়ে যায় হাসান। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও বাড়ি ছাড়ে। এই ঘটনার পর খাদিজার ভাই আব্দুল মজিদ বাদী হয়ে হাসান আলী, তার বাবা, দুই ভাই, দুই বোনসহ সাতজনের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানা একটি হত্যা মামলা করেন। এরপর থেকে তারা আত্মগোপনে ছিলেন।
Leave a Reply