আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মোমিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বড়হর ইউনিয়নের দুর্গাপুর তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোমিন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, আব্দুল মোমিন সকালে তাদের জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালাতে মাঠে যান।
দুপুরের দিকে বাড়ি থেকে তার খাবার নিয়ে গেলে তাকে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মোমিনকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
Leave a Reply