মো. শাহাদত হোসেন,উল্লাপাড়া প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।
আজ (১৪ নভেম্বর) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে কৃষকদের মাঝে এই বীজ বিতরণ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল,উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসওয়াদ বিন রাহাত খলিল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাবুদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উল্লেখিত কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়
Leave a Reply