নজরুল ইসলাম,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২অক্টোবর) বিকেলে মহেশ বাংলা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড কে এম হোসেন আলী হাসান। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর সেই লক্ষ্যে সকলকে একসাথে কাজ করতে হবে। বিএনপি জামায়াতের তান্ডবে বসে থাকা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকাণ্ড সকলের মাঝে তুলে ধরতে হবে। সেই সাথে জনকল্যানে সার্বিক উন্নয়ন চিত্র আবারো তুলে ধরে মানুষের মাঝে নৌকা মার্কায় ভোট চাওয়ার নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান করেন গণমানুষের নেতা, তৃনমুল নেতাকর্মীদের আস্থার ঠিকানা সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড কে এম হোসেন আলী হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, ফরিদ আহমেদ চৌধুরী পিয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কায়সার পারভেজ লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম আহসান হাবিব এহসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল তারা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম মনোয়ার হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল, শ্রম সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল বারী রন্টু, চেয়ারম্যান জিয়াউর রহমান, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন আলী আমজাদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মোঃ আলী আকবর।
Leave a Reply