আলী আশরাফ,সিরাজগঞ্জ:
ঈদে দূর্ঘটনা এড়াতে সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছেন। এই উদ্যোগ গ্রহনের ফলে এলাকার সাধারণ মানুষ এই উদ্যোগের প্রসংসা করেছেন।
জানা যায়, শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে আগামী ৭ দিন সাউন্ড সিস্টেম নিয়ে সোনামুখী বাজার তথা সোনামুখী ইউনিয়নের উপর দিয়া চলা নিষেধ করা হয়েছে। দ্রুত গতিতে মোটরসাইকেল চলাচলে নিষেধ আরোপ করা হয়েছে।
সাউন্ড সিস্টেম ও দ্রুত গতিতে মোটর সাইকেল বন্ধে
তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছেন সোনামুখী বাজারের বসবাসরত শিক্ষক, ব্যবসায়ী, তরুণ যুব সমাজ।
এই উদ্যোগ সোনামুখী ইউনিয়ন তথা কাজিপুর উপজেলায় প্রশংসিত হয়েছে।
আজ ঈদের দিন ইউনিয়নে গাড়ি নিয়ে উচ্চ সাউন্ড সিস্টেম ও বেপরোয়া মোটরসাইকেল বন্ধে বিভিন্ন মোড়ে মোড়ে যুবকদের লাঠি নিয়ে বসে থাকতে দেখা গেছে। কোন গাড়ি দেখলে তাদের ডেকে নিষেধ করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, উচ্চ সাউন্ড সিস্টেম নিয়ে গাড়িতে উঠতি যুবকদের ঘোরাফেরা, কিশোরদের দ্রুত বেপরোয়া গাড়ি চালানো সমাজে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। সাউন্ড সিস্টেম বন্ধ, দূর্ঘটনাবএড়াতে বেপরোয়া গাড়ি চালানোর বন্ধ করার ইউনিয়নের যুবক, শিক্ষক, ব্যবসায়ী, তরুনদের নিয়ে এমন সিন্ধান্ত নিয়েছি।
Leave a Reply