আলী আশরাফ,সিরাজগঞ্জঃ
বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীশ সরকারের অধীনেমএকটি অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ, বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রমে প্রনয়নের দাবীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(৩০ আগষ্ট ২০২৩ইং) তারিখে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জে জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শেখ মুহাম্মদ মাহবুবুর রহমান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জে জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রহিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহ।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তর মহানগর শাখার সহ সভাপতি তাহসিন ইউসুফ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জে সদর শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক হযরত আলী ওসমান, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক আহমেদ আবরার আবির, সদর শাখার সভাপতি আশরাফুল ইসলাম, রায়গঞ্জ শাখার সভাপতি শেখ ফরিদ, বেলকুচি শাখার সভাপতি আবু বক্কার মাহমুদী, কামারখন্দ শাখার সহ সভাপতি মাহদী হাসান, পলিটেকনিক কলেজ শাখার সভাপতি সোহেল রানা প্রমুখ।
Leave a Reply