1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুরগির বাচ্চাও তাদের টার্গেট হয়ে ওঠেছে- ওবায়দুল কাদের  রায়গঞ্জে সভাপতি ও শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে গেট তালা দিয়ে পাতানো নিয়োগ সম্পর্ণ করলেন ডিজির প্রতিনিধি সভাপতি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুপস্থিতিতে গেট তালা দিয়ে পাতানো নিয়োগ বাস্তবায়ন করলেন ডিজির প্রতিনিধি উল্লাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার সন্তানকে প্রাণনাশের হুমকি সলঙ্গায় তিন সন্তানের জননী নিয়ে উধাও মৎস্যজীবিলীগ নেতা রায়গঞ্জে হিন্দু সম্প্রদায় সার্বজনীন মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জে যুব-মহিলালীগের সহ-সভাপতির ছেলেসহ ৩জন গ্রেফতার তাড়াশে তাহিরা-হক প্রতিবন্ধী শিক্ষা নিকেতন পরিদর্শন করলেন সমাজ কল্যান মন্ত্রনালয়ের সহকারী সচিব স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ  অনুষ্ঠিত সাংবাদিক সুকান্ত সেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদের ৫% বাজেট কমিউনিটি ক্লিনিকে ব্যবহার করতে হবে : ডা: হাবিবে মিল্লাত এমপি

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২১ Time View

আলী আশরাফ,সিরাজগঞ্জঃ ইউনিয়ন পরিষদের মোট বাজেটের ৫% বাজেট স্বাস্থ্যখাতে ব্যবহার করার জন্য বাজেট তৈরী করা হয়। স্বাস্থ্যখাতের ৫% বাজেট সিরাজগঞ্জ সদর উপজেলা ও কামারখন্দ উপজেলার সকল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকে ব্যবহার করার জন্য চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নির্দেশ প্রদান করেন (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌছে দিতে ১৯৯৬ সালে দেশের তৃণমূল এলাকায় প্রায় ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণ করেন। কিন্তু ২০০১ সালে বিএনপি জামায়াত ক্ষমতায় এসেছে কমিউনিটি ক্লিনিকগুলো গরুর ঘোয়াল ঘরের পরিণত করে। ২০০৯সালে আওয়ামীলীগ সরকার পুনরায় ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকগুলো পুনরায় চালু করে দেশে তৃণমুল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। কিন্তু কমিউনিটি ক্লিনিকের পরিস্কার ও পরিচ্ছন্নতা করার জন্য কোন জনবল নিয়োগ দেয়নি সরকার। ক্লিনিক পরিস্কার পরিচ্ছন্ন ও কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের সেবার মান আরো বৃদ্ধি করার জন্য যেমন-বসার স্থান, বিদ্যুৎতায়ন, আসবাবপত্র সহ আনুষাঙ্গিক কাজ করার জন্য ইউনিয়ন পরিষদের মোট বাজেটের স্বাস্থ্যখাতে বরাদ্দের ৫% অর্থ কমিউনিটি ক্লিনিকে ব্যয় করতে হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১৭ সদস্য বিশিষ্ট সিজি কমিটি রয়েছে। সিটি কমিটির আওতাধীন ৫১ সদস্য বিশিষ্ট ৩টি সাপোর্ট গ্র“প রয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলো সরকার ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। ইউনিয়ন পরিষদের স্বাস্থ্যখাতের বাজেট কমিউনিটি ক্লিনিকে ব্যবহার হলে ভবিষ্যতে কমিউনিটি ক্লিনিকের সেবার মান আরো বৃদ্ধি ও জনগণ আস্থা পাবে।

দ্বিতীয় দিনে কমিউনিটি ক্লিনিকে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্র“প (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবীবে মিল্লাত মুন্না একথাগুলো বলেন।
তিনি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, জনগণের অতি কাছে যেতে হলে স্বাস্থ্যখাতের মাধ্যম দিয়ে যেতে হবে। পার্শ্ববর্তী দেশ ভুটানে ৫ বছর ধরে গঠনকৃত নতুন একটি রাজনৈতিক দল স্বাস্থ্যসেবা প্রতিশ্র“তি দিয়ে তারা বর্তমানে ক্ষমতায় এসেছে। আপনি পুনরায় আবার নির্বাচিত হতে চাইলে স্বাস্থ্যখাতের মাধ্যমে দিয়ে জনগণের মন জয় করতে পারবেন। (১০ আগষ্ট ২০২৩ইং) তারিখে সকাল ১০টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম হীরা’র সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্র“প (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগ ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য একরামুল হক একরাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমুখ।

সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানিটাররী ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় কমিউনিটি ক্লিনিকের সমস্যা নিয়ে সিজি গ্র“পের পক্ষ থেকে বক্তব্য রাখেন কালিয়াহরিপুর কমিউনিটি ক্লিনিকের সদস্য আব্দুল মান্নান, সিএইচসিপি ফরিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ইউনিয়ন পর্যায়ে দিনব্যাপী কমিউনিটি গ্র“প (সিজি) প্রশিক্ষণ কার্যক্রমে ২টি ইউনিয়নে ১০টি কমিউনিটি ক্লিনিকের প্রধান পৃষ্ঠপোষক, সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, সদস্য ও কো-অপ্ট সদস্যরা ১৭০জন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সিজি গ্র“পের সকল সদস্যদের হাতে কমিউনিটি ক্লিনিকের পরিচালনার করার বই, একটি ছাতা ও ব্যাগ সহ উপহার সামগ্রী তুলে দিয়ে অংশগ্রহণকারীদের সাথে আনন্দঘন পরিবেশে ছবি উঠেন সিরাজগঞ্জ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD