আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ “আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের সুনামখ্যাত বিদ্যপীঠ আয়শা রশিদ বিদ্যানিকেতনে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান করা হয়। এতে আলোচনা সভা, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান , বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী -২০২৪) সকাল হতে দিনব্যাপী অনুষ্ঠান অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সমাপনী আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ সরকারী কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আয়শা রশিদ বিদ্যানিকেতন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সুনামখ্যাত বিশিষ্ট ডাঃ আশরাফুল ইসলাম।
তিনি শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞান মেলা, হস্তশিল্প মেলা, পিঠা মেলা,বই মেলা ও চিত্র প্রদর্শন স্টল ঘুরে দেখেন। শিশু কিশোরদের কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
দিনব্যাপী অনুষ্ঠানে সন্মানিত অতিথি উপস্থিত ছিলেন, ডাঃ বেগম রোকেয়া,ব্যারিস্টার ফারহানুর রহমান অনন্যা , অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম মুসা, বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস রবিন প্রমুখ।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময়ে অনুষ্ঠানে, অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষকগণ, সংশ্লিষ্টগন, শিক্ষানুরাগী, সুধীজন,গুনীজন, অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply