এনামুল হক,সিরাজগঞ্জ :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনে আওয়ামীলীগের ত্যাগী ও তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ করতে প্রায় ১০ মাসে ২৮৯টি উঠান বৈঠক করলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো: নজরুল হাসান মানিক (অব:)।
তথ্যানুসন্ধানে জানা যায়, চলনবিল তথা রায়গঞ্জ-তাড়াশের কৃতি সন্তান মো: নজরুল হাসান মানিক ছাত্রজীবন থেকে পাবনা জেলা স্কুল, রাজশাহী ক্যাডেট কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছাত্রজীবনে তিনি মহান মুক্তিযুদ্ধের কিশোর সংবাদ বাহক হিসেবেও পরিচিত ছিলেন। ছাত্রজীবন পার করে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদে অধিষ্ঠিত হয়ে ৩১ ডিসেম্বর ২০১১ সালে অবসর গ্রহণ করেই বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে রাজনৈতিকের সাথে জড়িয়ে পড়েন। চাকুরী জীবন থেকে অবসর গ্রহণের পর থেকেই বাংলাদেশ আওয়ামীলীগ, পাবনা পৌর শাখা সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চাকুরী থেকে অবসর গ্রহণের পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো: নজরুল হাসান (অব:) তাড়াশ উপজেলার কুসম্বী গ্রামের স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাড়াশে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর থেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দুই বার ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো: নজরুল হাসান (অব:) ঢাকা পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী লি: এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব পাওয়ার পর থেকে বাংলাদেশ পল্লী বিদ্যূতায়ন বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে ২০১৮ইং সালের মধ্যে তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা শতভাগ বিদ্যুতের আওতায় আনার জন্য সক্রিয় ভূমিকা পালন করেন।
তথ্যানুসন্ধানে আরোও জানা যায়, ত্যাগী ও তৃণমূল আওয়ামীলীগের চাওয়া-পাওয়া, আকাঙ্ক্ষা পুরণ, আস্থা, ভালবাসা ও বিশ্বাস অর্জন করার জন্য প্রথমে কুসম্বী গ্রামের একটি চায়ের দোকান থেকে একটি হ্যান্ড মাইক নিয়ে উঠান বৈঠক শুরু করেন। ধীরে ধীরে ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে প্রায় ২০২২ সালের নভেম্বর মাস থেকে ২০২৩সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গায় নেতাকর্মীদের নিয়ে প্রায় ২৮৯টি উঠান বৈঠক করেছেন।
জানা যায়, প্রথমে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নে দিঘুলিয়া, তালম ইউনিয়নে নগরপাড়া, দেশীগ্রাম ইউনিয়নে কাটাগাড়ী বাজার সদর ইউনিয়নে কৃষ্ণদিঘী, তাড়াশ পৌরসভায় বাদাস, নওগাঁ ইউনিয়নে নওগাঁ বাজার, সগুনা ইউনিয়নে ধামাইচ বাজারে, মাধাইনগর ইউনিয়নে পৌষার, মাগুড়াবিনোদ ইউনিয়নে মান্নাননগরে সহ বিভিন্ন জায়গায় ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী সহ ত্যাগী ও তৃণকর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকে ধীরে ধীরে জনপ্রিয়তা পায়। এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়লে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরপোতা, শালিয়াগাড়ি বাজার, ঘুড়কা ইউনিয়নে ঘুড়কা বাজার, চান্দাইকোনা ইউনিয়নে চান্দাইকোনা বাজার, নলকা ইউনিয়নে তিননান্দিনা, সাহেবগঞ্জ বাজার, ধানগড়া ইউনিয়নে বাশুরিয়া, ধানগড়া বাজার, রায়গঞ্জ পৌরসভায় রায়গঞ্জ বাজার, পাঙ্গাসী ইউনিয়নে পাঙ্গাসী বাজার, ব্রহ্মগাছা ইউনিয়নে চাদপুর, ধুবিল ইউনিয়নে আমতলা বাজার, সোনাখাড়া ইউনিয়নে রুপাখাড়া সহ অসংখ্যক জায়গা উঠান বৈঠক করেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও দোয়া প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো: নজরুল হাসান মানিক (অব:) জানান, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে ত্যাগী নেতাকর্মীদের চাওয়া-পাওয়া, আশা আকাক্সক্ষা, সন্তষ্টি করতেই আমি ২০২২ সালে নভেম্বর মাস থেকে একটি চায়ের দোকান থেকে হ্যান্ড মাইক নিয়ে উঠান বৈঠক শুরু করে। বর্তমানে প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মী, ত্যাগী আওয়ামীলীগের সাড়া পেয়ে আমি বিস্তর আকারে উঠান বৈঠক শুরু করি। উঠান বৈঠকে আমি ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের ত্যাগী, তৃণমুল নেতাকর্মীদের কথাগুলো মনোযোগ সহকারে শুনি। কোন নেতাকর্মীর চাওয়া পাওয়াকে বাস্তবে রুপ দিতে চেষ্টা করি। সর্বপরি আওয়ামীলীগকে শক্তিশালী করতেই তৃণমূল পর্যায়ে আমি এই উঠান বৈঠক করছি। তিনি আরো বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয়g প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা যাকে দিবে, তাকেই নিয়ে কাজ করতে হবে সকলকে। নৌকার কোন বিকল্প নেই। নৌকা যার, আমরা রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গাবাসী তার হয়ে কাজ করব।
এ ছাড়া তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সারা ফেলেছেন। তিনি নির্বাচনী এলাকায় দিন-রাত দলীয় তৃনমূলের নেতা-কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশে অংশ গ্রহন করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। ইতিমধ্যেই তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
Leave a Reply