এনামুল হক, সিরাজগঞ্জঃ
কন্যা দায়গ্রস্ত পিতাকে সহযোগিতাসহ নানাবিধ মানবিক কাজে সহযোগিতা করে বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন সিরাজগঞ্জের মানবিক ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুস সাত্তার।
অসহায়, দুঃস্থ, গরীব দুঃখী মানুষদের সর্বাত্মক আর্থিক সহযোগিতা করে সিরাজগঞ্জে দৃষ্টান্ত স্হাপন করে আসছেন হাজী আব্দুস সাত্তার।
সমাজের সর্বস্তরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে সামাজিক কর্মসূচির মাধ্যমে মঙ্গলময় কাজ করতে করতে হাজী আব্দুস সাত্তার ইতিমধ্যে অনেক বছর অতিক্রান্ত করেছে।
রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের মজনু শেখের এর মেয়ের বিয়ের দিনক্ষন স্থির হয়। কিন্তু এই শুভ বিবাহে বাধা হয়ে দাঁড়ায় কন্যা দায়গ্রস্থ পিতার আর্থিক অনটন। এই খবর পেয়ে হাজী আব্দুস সাত্তার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে দুস্থ পরিবারের কন্যার বিবাহে সাহায্যের জন্য ।
(১৪ সেপ্টম্বর ২০২৩), বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মতি সাহেবের ঘাটে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের মজনু শেখ এর হাতে আর্থিক অনুদান তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার।
১১সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের শুড়ি মেছরা নতুন জামে মসজিদ, শুড়ি মেছরা পুরাতন জামে মসজিদ, বেতুয়া জামে মসজিদ, বেতুয়া পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে ২০হাজার করে মোট ৮০ হাজার টাকা ও ২টি অস্বচ্ছল পরিবারকে ৩০হাজার টাকা করে ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
২৬ আগষ্ট ২০২৩ইং তারিখে পা দিয়ে প্যাডেল মেরে রিক্সা চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে এমন আরোও ৪জন বৃদ্ধ-ধানবান্ধি গাবতলার মৃত মক্কেল মন্ডলের পুত্র সোবাহান (৬০), বিএল স্কুল রোডের মৃত আব্দুল সেখ এর পুত্র নুর ইসলাম (৬৭), ডুবাপাড়ার মফিজ উদ্দিন এর পুত্র আবু বক্কার (৬৫) ও জেসি রোডের মৃত কুরমান আলীর পুত্র মোকাদ্দেস (৬৮) কে প্রতিটি ৬৭হাজার টাকা মুল্যের ৪টি কে ব্যাটারী চালিত রিক্সা প্রদান করেন হাজী আব্দুস সাত্তার।
এছাড়াও গত ২৪ জুন ২০২৩ইং তারিখে পুলিশ পরিচয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে অভিনব কায়দায় ১লাখ ৩৪ হাজার টাকা ছিনতাই হওয়া পরিবারকে মানবিক দৃষ্টিতে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত সোহরাব আলী মন্ডলের বিধবা মেয়ে শাপলা খাতুনকে (২০ জুলাই ২০২৩ইং) তারিখে ৫০ হাজার টাকা হাতে তুলে দিলেন হাজী আব্দুস সাত্তার।
এছাড়াও প্রতিদিন অসংখ্যক গরীব দুখী মানুষকে আর্থিক সহযোগিডা করে থাকেন হাজী আব্দুস সাত্তার।
সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার বলেন, দান করলে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না। আমিও সম্পদ নিয়ে কবরে যাব না। যতদিন মহান রব্বুল আলামিন বেঁচে রাখবেন ততদিনই গরীব দুখী মানুষকে সাহায্য করে যাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন,আমাদের চারপাশে অনেক অসহায় পরিবার আছে তাদের কষ্টের কথা কাউকে বলতে পারেনা কাহারো কাছে হাতও পাতেনা তাদের খোঁজে বের করে আমাদের বিত্তশালীদের উচিৎ তাদের সহযোগিতা করা। আমি গরীব অসহায় মানুষের দুঃখ বুঝি আমি চেষ্টা করি যে সব অসহায় পরিবার টাকার অভাবে কন্যা বিয়ে দিতে পারেনা তাদের খোঁজে বের করে সহযোগিতা করার চেষ্টা করি।
Leave a Reply