‘
নজরুল ইসলাম:
দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ২য় বারের মতো মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে সিরাজগঞ্জের রতনকান্দি ইউনিয়নে ‘আমরা সকলের জন্য’ একটি
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
জানা যায়, আজ (১২ মার্চ) বাদ আসর হতে সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও বিশিষ্ট সাংবাদিক আশিক ইমরান জানান, আমার গত বছর ন্যায় আজ থেকে মাসব্যাপী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সমাজের অসহায়, গরীব, দুঃস্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খিচুরী, মাংস, খেজুর, পানিসহ বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরন করা হচ্ছে। এ কাজে ২৫/৩০ জন স্বেচ্ছাসেবী সর্বদায় নিযুক্ত আছে। ধীরে ধীরে বিতরনের পরিমান ও খাদ্য সামগ্রী আরো বৃদ্ধি করা হবে ( ইনশাল্লাহ)। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মাসজুড়ে এ ইফতারের আয়োজনটি মূলত ছিন্নমূল মানুষদের জন্য।
বাহুকা গ্রামের ভ্যানচালক মালেক বলেন, এই সংস্থাটি আমাদের জন্য অনেক উপকার করে থাকে। রমজান আসলেই তাদের কাজ বেড়ে যায়। তারা অনেকেই বিনা পরিশ্রমে কাজ করে থাকে এবং বাড়ি বাড়ি গিয়ে তারা পেটট ভরে খাবার দিয়ে থাকে। আমরা তাদের কাজকর্মে অনেক খুশি।
ইফতার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন রাসেল,মিঠু,হোসেন,শরিফ,রনি,সোহান, সাব্বির,রোকন,শাহীন,শাওন,রহিম,আতিকুল,বিপ্লব, রতন, ফারুক, কিরন প্রমুখ।
Leave a Reply