নিজস্ব প্রতিবেদকঃ জরুরী যৌথ সভা আহবান করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ মোঃ এনামুল হক সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর রবিবার বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় শোভাযাত্রা সফল করার লক্ষ্যে আজ শুক্রবার বাদ আছর ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির এক জরুরী যৌথ সভার আহবান করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
উক্ত জরুরী যৌথ সভায় জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ, জেলার সকল অংগ ও সহযোগী সংগঠনের সুপার ফাইভ,জেলা বিএনপির আওতাধীন ১৮টি ইউনিটের বিএনপির সুপার সিক্সদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
Leave a Reply