সামিউল হক শামীম,তাড়াশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ২ শ জন মানব দরদী ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠন করা হয়েছে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান দেশীগ্রাম ইউনিয়ন সমাজ কল্যান সংস্থা। যাদের অধিকাংশই চাকুরীজীবি ও ছাত্র। আর ওই সংগঠনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য অসহায় মানুষদের সহযোগিতা করা।
গতকাল ২৫ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার দেওড়া গ্রামের মোছা: ওমিচা খাতুন (৯০) ও ছোট মাঝদক্ষিনা গ্রামের মো: আব্দুল মিয়া (৮৫) দের জন প্রতি নগদ ৪ হাজার টাকা ও নিত্য পণ্য সামগ্রী চাউল, ডাল,তেল,আলু, পিয়াজ, রসুন, আদা,জিরা, মসলা, লবণ, গুড়া মরিচ, হলুদ গুড়া, শুকনা মরিচ,ডিম,গুড়া সাবান,সাবান, নারিকেল তেল, সরিষার তেল প্রদান করা হয়।
বেসরকারি সেবা সংস্থাটির দায়িত্বশীলরা জানান, আমরা সবসময় মানুষ ও মানবতার সেবায় কাজ করে থাকি। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। বন্যা, দুর্যোগ ও বিভিন্ন ক্রান্তিলগ্নে আমরা এগিয়ে আসি। দেশীগ্রাম ইউনিয়ন স্যোসাইটি আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান। দেশ ও মানুষের কল্যাণার্থে কাজ করে যাওয়াই এর মূল লক্ষ্য।
এ প্রসঙ্গে অর্থ সম্পাদক ফিরোজ মাহমুদ নয়ন বলেন, আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছেন যারা অনাহারে-অর্ধাহারে জীবন কাটান। শত অভাবের মাঝেও কারো কাছে হাত পাততে পারেন না। সেই কমৰ্ক্ষম অসহায় পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী করতে আমাদের সাধ্যমত সহযোগীতা করছি।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: সবুজ তালুকদার, ওই সংস্থার অর্থ সম্পাদক ফিরোজ মাহমুদ নয়ন, সাংগঠনিক সম্পাদক মো: আমির হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: জাকির হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো: মাসুদ রানা, সদস্য মো: কাওসার হোসেন প্রমুখ।
Leave a Reply