আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার দূর্গা নগর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামে থাকা স্বামী – স্ত্রী পরিচয়ের বাংলাদেশের জুয়েল সরকার (২৬) ও ভারতের নাগরিক নার্গিস বেগম (৩৮)কে অবশেষে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
মঙ্গলবার ( ১ আগষ্ট) দু’জনকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে হয়েছে ।
জুয়েল সরকার উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামের মোঃ ইরান সরকারের ছেলে এবং নার্গিস বেগম ভারতের হাওড়া জেলার দাসনগর থানার ছোট মল্লিকপাড়ার মোঃ খায়রুল আলমের মেয়ে । এই নার্গিস বেগম তার ছেলে সন্তান ও স্বামী রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম স্মার্ট মোবাইল ফোনে আলাপনে প্রেমে মজে গত ২৪ মে-২০২৩ নার্গিস বেগম ভারতীয় পাসপোর্টে ভিসা লাগিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামের ইরান সরকারের বাড়িতে উঠে । পরে কথিত সিরাজগঞ্জ কোর্টে নোটারী পাবলিকের মাধ্যমে জুয়েল- নার্গিস বিবাহ করে ।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যে ছড়িয়ে পড়ায় নার্গিসের ভারতীয় স্বামী ফজলুর রহমান জানতে পেরে গত ২১ জুন উল্লাপাড়ার বালশাবাড়ীতে আসেন । তিনি স্ত্রী নার্গিস বেগমকে নিজ বাড়ীতে ফিরিয়ে নিতে চাইলেও নার্গিস বেগম যাননি। পরে ফজলুর রহমান তার সঙ্গে আসা ভারতীয় এক কাউন্সিলর ভারতে ফিরে যান ।
উল্লাপাড়া মডেল থানায় গত ২৯ জুলাই নার্গিস বেগম এর স্বামী পরিচয় জানিয়ে ভারতের হাওড়া জেলার ডোমজোর থানার বাকরা গ্রামের মীর ফজলুর রহমান উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামের জুয়েল সরকারকে এক নন্বর বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করে।
থানায় ওই লিখিত অভিযোগ সুত্রে জানা যায় প্রায় এক যুগ আগে তিনি নার্গিস বেগমকে বিয়ে করে ঘর সংসার ও তাদের একটি ছেলে সন্তান রয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী নার্গিস বেগমের সাথে এক নন্বর বিবাদী জুয়েল সরকারের পরিচয় হয় ও পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । গত ২৪ মে নার্গিস বেগম মোটা অংকের নগদ টাকাসহ সোনার গহনা নিয়ে ভারত থেকে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের ইরান সরকারের বাড়ীতে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নার্গিস বেগম বালসাবাড়ী আছে জেনে গত ২১ জুন মীর ফজলুর রহমান উল্লাপাড়ায় আসেন। তিনি স্ত্রী নার্গিস বেগমকে নিজ বাড়ীতে ফিরিয়ে নিতে চাইলেও যাননি ।
এরপর তিনি গত ২৯ জুলাই-২০২৩ বিস্তারিত জানিয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযোগের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ জুয়েল ও নার্গিসকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতের মধ্যে সিরাজগঞ্জ জেলে পাঠিয়েছেন ।
এ গ্রেফতার হওয়া খবরে ওই এলাকা সহ পুরো উপজেলায় সুশিক্ষিত, ভদ্রলোক সুশীল সমাজের চরিত্রবান লোকেরা বলেছেন এদের আগেই গ্রেফতার করা উচিত ছিল। এদের আইনগতভাবে কঠোর শাস্তি দেওয়া দরকার।
Leave a Reply