1. 24sirajganj@gmail.com : Md Masud Reza : Md Masud Reza
  2. admin@dailysirajganjnews.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করলেন -এমপি   হাবিবে মিল্লাত মুন্না  সিরাজগঞ্জে নগর দরিদ্র সু-রক্ষা ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হৃদরোগে আক্রান্ত মুনিয়া, সন্তানকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি সিরাজগঞ্জে ব্র্যাক স্বপ্নসারথি দলের জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা হাসিনা সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ তাকেই দেশ থেকে বিদায় করে দিয়েছে-মাওলানা রফিকুল ইসলাম খাঁন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে রাজশাহীর জনসভায় সিরাজগঞ্জের গনমানুষের ঢল ২শ’ কোটি ডলারের বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের জনগণের সঙ্গে থেকে বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন : তারেক রহমান তাড়াশ পৌরসভার সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দরপত্রে ৮কোটি টাকার অনিয়মের অভিযোগ ধানগড়া কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সমন্বয় সভা অনুষ্ঠিত                 

অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরুপ ইনক্লুসিভ ফিউচার কর্মসূচির বৈশ্বিক পুরস্কার “জিরো প্রজেক্ট অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্তি

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ সহ বিশ্বের আরও চারটি দেশ- কেনিয়া, নেপাল, নাইজেরিয়া এবং তানজানিয়াতে ইউকে এইড এর সহযোগিতায় বাস্তবায়িত ইনক্লুসিভ ফিউচার কর্মসূচি প্রতিবন্ধীবান্ধব অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সফলতার সাথে কাজ করার জন্য বিশ্বের অন্যতম গৌরবময় পুরস্কার “জিরো প্রজেক্ট অ্যাওয়ার্ড ২০২৪” লাভ করেছে। সারা বিশ্ব থেকে বাছাইকৃত প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তির উদ্ভাবনী এবং পরিমাপযোগ্য সমাধানগুলোকে স্বীকৃতি দিয়ে এই পুরস্কার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ৩রা ডিসেম্বর এ ঘোষণা করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ৩২তম আন্তর্জাতিক এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবসে “জিরো প্রজেক্ট অ্যাওয়ার্ড ২০২৪” এ ইনক্লুসিভ ফিউচার কর্মসূচির নাম ঘোষণা করা হয়।

এই লক্ষ্যে দাতা সংস্থা ইউকেএইড এর আর্থিক সহায়তায় প্রকল্পটি বাংলাদেশে ২০২২ সালের এপ্রিল মাস থেকে সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার ৩টি উপজেলার ৪৫টি প্রাথমিক বিদ্যালয় এবং এর ক্যাচমেন্ট এরিয়ায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় কমিউনিটি এবং সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় নানা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির অন্যতম বিশেষত্ব হলো প্রকল্পের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) এর সরাসরি সম্পৃক্ততা। বাংলাদেশে এই কর্মসূচি “শিখবো সবাই” প্রকল্পের মাধ্যমে কনসোর্টিয়ামভুক্ত ৩টি আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা- এডিডি ইন্টারন্যাশনাল, সাইটসেভার্স ও সেন্স ইন্টারন্যাশনাল এর অধীনে ৫টি বেসরকারি সংস্থা- সিডিডি, গ্রাম বিকাশ সংস্থা, কেপিইউএস, গণ উন্নয়ন কেন্দ্র ও পাপড়ি এবং ৫টি ওপিডি- আলোর প্রদীপ, সফল, আরইপিডি, এসপিএএস ও স্পন্দন এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, সাইটসেভার্স এই প্রকল্পটির ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে কাজ করছে।

এই প্রকল্পে প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা; জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর প্রশিক্ষণ প্রদান; ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র পরিষদ (স্টুডেন্ট কাউন্সিল) সক্রিয়করণে উদ্যোগ গ্রহণ; গুরুতর ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুদের বাড়িভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে মূলধারার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা; কর্ম এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সরকারি বেসরকারি সেবার সাথে সংযুক্তিকরণ; প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ড প্রতিবন্ধী শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক করা; অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উপকরণ সরবরাহ ইত্যাদি বাস্তবায়িত হচ্ছে।

এছাড়াও প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে এডভোকেসি কার্যক্রম পরিচালনা করা প্রকল্পের অন্যতম কাজ। উল্লেখিত সকল কার্যক্রমে ওপিডি সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন তথা প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্ধারার উন্নয়নে অন্তর্ভুক্তিকরণে ওপিডির ভূমিকা অনস্বীকার্য। তারা যেন কাজগুলো সঠিক ও গঠনমূলকভাবে করতে পারে সেজন্য প্রকল্পের অধীনে প্রতিবন্ধিতা বিষয়ক বিভিন্ন আইন, নীতিমালা, সেফগার্ডিং, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এডভোকেসি ও যোগাযোগ, বাড়িভিত্তিক শিক্ষা ইত্যাদি বিষয়ের উপর বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে তারা প্রকল্পের কর্মীদের সাথে বাড়িভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে বহুমাত্রিক ও গুরুতর প্রতিবন্ধী শিশুকে মূলধারার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে সমর্থ হয়েছে। এছাড়া প্রকল্প কর্মীদেরকেও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

ইউকে এইড এর সহযোগিতায় ইনক্লুসিভ ফিউচার কর্মসূচির মাধ্যমে বাস্তবায়িত ‘শিখবো সবাই’ প্রকল্পটি ইতোমধ্যে কর্ম-এলাকার প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষক, এসএমসি-পিটিএ সদস্য, স্থানীয় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যেও সাড়া জাগিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। বিশ্বের অন্যতম গৌরবময় পুরস্কার “জিরো প্রজেক্ট অ্যাওয়ার্ড ২০২৪” প্রাপ্তি প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল কর্মী, সংস্থা এবং বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠন (ওপিডি) এর সদস্যদেরকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে নিজেদেরকে সম্পৃক্ত করতেও বিশেষভাবে উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, এ বছর ফেব্রুয়ারি মাসে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জিরো প্রজেক্ট কনফারেন্সে এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2023 Daily Sirajganj News
Website Developed by UNIK BD
x