নিজস্ব প্রতিবেদকঃ
অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বলে জানা গেছে।
জানা যায়, সিরাজগঞ্জ-২ (সদরের একাংশ ও কামারখন্দ উপজেলা) আসন থেকে ২০১৪ সালে নৌকার মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০১৮ সালে পুনরায় নৌকার মনোনয়ন পেয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ডা. হাবিব মিল্লাত মুন্না।
এমপি নির্বাচিত হবার পর থেকে তিনি বিভিন্ন টকশোতে বিরোধীদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনায় চমকপদ উপস্থাপন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ডা. হাবিব মিল্লাত মুন্না বিগত সময়ের উন্নয়ন কর্মকান্ড ও দলের প্রতি আস্থাশীল হিসেবে আশাবাদী ছিলেন এবারো তিনি দল থেকে মনোনয়ন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচনে দল থেকে তিনি মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে পড়েন। আসনটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।
তিনি ২০০৮ সালে নৌকার মনোনয়ন পেয়ে বিএনপি প্রার্থী রুমানা মাহমুদের কাছে সামান্য ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন।
Leave a Reply