আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
অগ্রণী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ অঞ্চলের নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সিরাজগঞ্জ শহরের এস. এস.রোডস্থ অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ে ভোরে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালোপতাকা উত্তোলন, শহরের প্রধান প্রধান সড়কে শোক র্যালি প্রদর্শন করে জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট সামনে সুবর্ণ অহংকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোকদিবস – ২০২৩ উদযাপন অনুষ্ঠানের নেতৃত্ব দেন ও শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেড অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন।
এ জাতীয় শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত হয়ে এবং আলোচনা সভায় বক্তব্যে রাখেন, এস.এস.রোড় অগ্রণী ব্যাংক লিমিটেড শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক এস.এম কামরুজ্জামান, সিরাজগঞ্জ নিউমার্কেট শাখার ব্যবস্থাপক এসপিও মোঃ লুৎফর রহমান, স্টেশন রোড় শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, বহুলী শাখার সিনিয়র অফিসার ম্যানেজার অরুপ কুমার সাহা, এস.এস.রোড শাখা’র ইসলামিক ব্যাংকিং শাখা ম্যানেজার মোঃ আতিকুর রহমান, আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুস সামাদ, অগ্রণী ব্যাংক লিমিটেড এনায়েত পুর শাখা ম্যানেজার মোঃ আলহাজ উদ্দিন প্রমুখ।
এ জাতীয় শোকদিবস অনুষ্ঠানে অফিসার সমিতি ও সিবিএ এর নেতৃবৃন্দসহ আরো অংশগ্রহণ করে সিরাজগঞ্জ অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা।
Leave a Reply