আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চলের আয়োজনে- যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর-২০২৩ মহান বিজয় দিবস উদযাপন করা হয়।
শনিবার (১৬ ডিসেম্বর -২০২৩) সকালে সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে – সকালে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা প্রদর্শন শেষে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যাংকে এক আলোচনা করা হয়।
এ বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন- অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন।
উক্ত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সহযোগিতায় ছিলেন- অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দরা এর মধ্যে নিউ মার্কেট শাখার এসপিও/ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান, চান্দাইকোনা শাখার এসপিও/ব্যবস্থাপক মোঃ শফিজুল ইসলাম, বেলকুচি শাখার প্রিন্সিপাল অফিসার/ব্যবস্থাপক মোঃ আলহাজ উদ্দিন, স্টেশন রোড শাখার পিও/ব্যবস্থাপক মোহাম্মদ আলী জিন্নাহ, কালিবাড়ি শাখার পিও/ব্যবস্থাপক মোঃ হারুন অর রশিদ, এছাড়াও বহুলী, পাঙ্গাসীহাট, নিমগাছি, ঘুড়কা শাখার ব্যবস্থপক অরুপ কুমার সাহা, মোঃ আশরাফুল ইসলাম, পলাশ কুমার সাহা ও মোঃ সাইফুল ইসলাম সহ অগ্রণী ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করে ।
Leave a Reply