ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আর নেই। অকালেই না ফেরার দেশে চলে গেলেন এই মেধাবী অভিনেত্রী। তার মৃত্যুর খবর জানিয়ে একটি পোস্ট করেছেন তারই সহশিল্পী অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি ছাড়াও পরে আরও কয়েকজন হিমুর মৃত্যু নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।এমন একটি মেধাবী তাজা প্রাণ এভাবে চলে যাওয়ায় অনেকেই অবাক। তবে এখনো তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
তার ব্যক্তিগত ফোন নম্বরে বার বার চেষ্টা করার পরও কেউ সেটি রিসিভ করেননি। তবে ধারনা করা হচ্ছে, উত্তরার বাসায় আত্মহননের পথ বেছে নিয়েছেন এই অভিনেত্রী।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনপ্রিয় অভিনেতা ও ছোটপর্দার শিল্পী সংঘের নেতা রওনক হাসান। তিনি এখন হাসপাতালে হিমুর মরদেহের পাশেই আছেন। তবে তিনিও মৃত্যুর কারণ স্পষ্ট করেন নি।
জানালেন, পোস্ট মর্টাম রিপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই বলতে চাই না। অতি দ্রুত শিল্পী সংঘ থেকে অফিসিয়াল বিবৃতির মাধ্যমে বিষয়টি জানাবেন। পোস্টমর্টেম ছাড়া এই বিষয়টিকে আত্মহত্যা বলা যাবে না। এটা তো হত্যাও হতে পারে। কারণ, তাকে (হিমু) দুপুর সাড়ে ৩টায় একটি ছেলে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দেখতে পান হিমু তখন মৃত। এরপর যে ছেলে নিয়ে এসেছে সেও পালিয়ে গেছে হিমুর ফোন-ব্যাগ নিয়ে। খবর পেয়ে এখন আমরা পুরো বিষয়টি টেকওভার করছি। ঘটনাটি শিল্পী সংঘ সিরিয়াসলি ডিল করছে। ফলে এটাকে এখনই আত্মহত্যা বলে প্রচার করা ঠিক না।’
হিমু একটা সময় অনেক শিল্পী ছিলেন টিভি নাটকের। সুঅভিনয় দিয়ে অল্পদিনের মধ্যেই দেশব্যাপী তারকাখ্যাতি পান। তবে বিগত কয়েক বছর তাকে সেভাবে অভিনয়ে পাওয়া যায়নি।হুমায়রা হিমু অর্ভিনীত সাড়া জাগানো অনেক নাটকের পাশাপাশি ‘আমার বন্ধু রাশেদ’, ‘এক কাপ চা’ সিনেমাগুলোতে তার অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়।
Leave a Reply